ঢাকা, সোমবার   ২৫ আগস্ট ২০২৫

যেভাবে গ্রেপ্তার করা হয় তৌহিদ আফ্রিদিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৫ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সিআইডির একটি বিশেষ বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের নগরের বাংলা বাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রের পাশের এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালায় সিআইডি। এ সময় ওই বাসা থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ওই বাসাটি তার মামার। এখানে আত্মগোপনে ছিলেন তৌহিদ আফ্রিদি। বিশেষ করে তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ওই বাসায় আত্মগোপনে থাকতে চলে যান।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, “তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে।”

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। যাত্রাবাড়ী থানায় দায়ের করা এ হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে।

একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি মামলার ২২ নম্বর আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় একাধিক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় মোট ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাত আরও অন্তত ১৫০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি