ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

যে কারণে আটক হলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ১৮ মে ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আজ রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয় যে, তিনি ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন। 

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে। এরপর তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

বর্তমানে নুসরাত ফারিয়াকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তার দেখানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ্য, এই মামলায় আরও ১৭ জন চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পীকে আসামি করা হয়েছে, যারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

নুসরাত ফারিয়া বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন এবং মামলার তদন্ত চলছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি