ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রংপুরে ছাত্রের লাশ উদ্ধার, শিক্ষকসহ আটক ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরে দুইদিন আগে নিখোঁজ হওয়া তানভীর আব্দুল্লাহ তালহা (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া।

মৃত তালহা ভগীবালাপাড়া রহমানিয়া নূরানি হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

ওসি বাবুল মিয়া জানান, তালহা গত বুধবার মাদ্রাসা থেকে নিখোঁজ হলে তার বাবা বৃহস্পতিবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করে। পরে সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে মাদ্রাসার পাশের জামে মসজিদ থেকে ওই ছাত্রের গলাকাটা লাশ এবং ‍শুক্রবার বেলা ১২টার দিকে সেপটিক ট্যাঙ্ক থেকে তার মাথা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসার দুই শিক্ষক, পাঁচ ছাত্র, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

একে/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি