ঢাকা, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫

রংপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ২৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে নিহতের নাম জানাতে পারেনি পুলিশ। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার ভোরে নগরীর হাজিরহাট এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মোক্তারুল আলম জানান, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও ঘটনাস্থল থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় সে বড় মাদক ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, নিহত ব্যক্তিকে বুধবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে হাসপাতালের হিমঘরে রাখা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি