ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রংপুরে বিদ্যুতের বিল কয়েকগুণ বাড়িয়ে দিতে হচ্ছে গ্রাহকদের

প্রকাশিত : ১২:১৫, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:১৫, ৩১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রংপুরে বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে বিপাকে গ্রাহকরা। প্রতি মাসে বিল দেয়ার নিয়ম থাকলেও গেলো দু’মাসের বিল কয়েকগুণ বাড়িয়ে একসাথে দেয়ায় বেশি টাকা গুণতে হচ্ছে গ্রাহকদের। এনিয়ে অভিযোগ করেও কোন সমাধান পাচ্ছেন না তারা। এজন্যে বিদ্যুত বিভাগের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন স্থানীয়রা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাহান, নগরীর লালবাগে সহপাঠিদের সাথে একটি মেসে থাকেন। গেলো দুই মাসে তাদের মেসে বিদ্যুত বিলের কোন কাগজ আসেনি। দিন দশ আগে দু’মাসের বিল একসাথে দেয়া হয়। প্রতি মাসে যেখানে দুই থেকে আড়াই হাজার টাকা বিল আসে, সেখানে দু’মাসে বিল এসেছে ২৬ হাজার ৮শ টাকা। একই অভিযোগ নগরীর অন্যান্য গ্রাহকদেরও। গেলো দু’মাসের বিলের সাথে জরিমানা হিসেবে ২শ’ থেকে ৫শ’ টাকা বাড়তি উল্লেখ করা হয়েছে। বিদ্যুত অফিসে ধরনা দিয়েও এ’ব্যাপারে কোন সদুত্তর মিলছেনা। এ নিয়ে নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজার সাথে কয়েকদফা কথা বলতে গেলে অফিসে পাওয়া যায়নি তাকে। যদিও দ্রুত সমাধানের আশ্বাস মিলল বিভাগের সহকারী প্রকৌশলীর কাছ থেকে। তবে শুধু আশ্বাসের কথা না শুনিয়ে হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি গ্রাহকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি