ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

রাজধানীতে কবে আসছে শীত জানাল আবহাওয়া অফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১৬ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শীতের আগমনী বার্তা দিচ্ছে প্রকৃতি। রাজধানী ঢাকাসহ সারা দেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়। এতে সারা দেশেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এই শীত তীব্র আকার ধারণ করতে পারে জানুয়ারিতে। আর শীত অনুভূত হতে পারে মধ্য-ডিসেম্বর থেকে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ায় কুয়াশার দেখা মিলছে। তবে এই মাসে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই। শীত মূলত ডিসেম্বর থেকে জেঁকে বসতে পারে। তবে রাজধানীতে পুরোদমে শীতের আমেজ অনুভূত হতে পারে মধ্য ডিসেম্বর থেকে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ঢাকায় শীত নভেম্বরের মাঝামাঝি থেকে অনুভূত হতে শুরু করবে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে। আর জানুয়ারির মাঝামাঝি তীব্র শীত অনুভূত হতে পারে বলে জানান তিনি।  
 
এদিকে রাজশাহীর দলগাছীতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য বলছে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। 
 
এছাড়া ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়তে পারে রাজধানীসহ দেশের উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের খোলা জায়গা ও নদী অববাহিকায়।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি