ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

রাজধানীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত : ১৭:৪৭, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৭, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। রাজধানীর নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারে আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা শিরোনামে এ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পাবে বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধ সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে লেখা আত্মজীবনীর বিভিন্ন আলোকচিত্র। কেন্দ্রীয় কারাগারের যমুনা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক। এ প্রদর্শনীতে ১৭১ টি  ছবির মধ্যে বাঙালীর স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান ও ঐতিহাসিক ঘটনাই তুলে ধরা হবে। প্রদর্শনীতে প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১শ টাকা। এ অর্থ দিয়ে কারাগারের আমদানী সেলের চারটি কক্ষে বায়ান্ন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দূর্লভ আলোকচিত্র নিয়ে তিনটি গ্যালারী নির্মাণ করা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি