ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজধানীর শপিংমলগুলোতে ঈদের আমেজ

প্রকাশিত : ০৯:১০, ২০ জুন ২০১৬ | আপডেট: ০৯:১০, ২০ জুন ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর অভিজাত এলাকার শপিংমলগুলোতে লাগতে শুরু করেছে ঈদের আমেজ। বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে সৌখিন ক্রেতাদের ভিড়। গেল বছরের তুলনায় এবার পোশাকেও আছে নতুনত্ব, এছাড়া রয়েছে বিদেশী পোশাকের সমাহার। এগিয়ে আসছে ঈদ। তাই প্রিয়জন কিংবা স্বজনদের জন্য পছন্দসই পোশাক এবং ঈদ অনুষঙ্গ কিনতে এখন ধানমন্ডির অভিজাত শপিং মলগুলো ক্রেতাদের পদচারনায় মুখরিত। বাজার ঘুরে মানসম্মত পণ্য কিনতে চান সব ক্রেতাই। আর তাতে দাম একটু বেশি হলেও ক্ষতি নেই। বছর ধরে ঈদের বেচাকেনার জন্য অপেক্ষায় থাকেন বিক্রেতারা। অভিজাত এলাকা বলে বিদেশী পোশাক কিংবা পণ্যের কদর আছে ভেবে, চড়া দাম হাকছেন। এবারের ঈদে গেল বছরের চেয়ে বেশিই মুনাফা হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি