ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রাজবাড়ীতে ৭০ হাজার ডলারসহ দুই যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫০, ৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২২:৫০, ৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ৭০ হাজার ৬'শ ডলারসহ দুই যুবককে ডিবি পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, টাংগাইল জেলার কাজীবাড়ী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে পারভেজ মিয়া ও মানিকগঞ্জ জেলার খলিলাবাদ গ্রামের কাদের আলীর ছেলে শওকত আলী।

শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে সদর উপজেলার বাগমারা এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের সদস্যরা। 

সে সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা পদ্মা গড়াই পরিবহনের একটি বাস থেকে পারভেজ মিয়া ও শওকত আলীকে আটক করে। সেই সাথে তাদের পরনে থাকা হাফ প্যান্টের মধ্য থেকে ৭০ হাজার ৬'শ ডলার উদ্ধার করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি