ঢাকা, মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫

রাজবাড়ীতে ৮ জেলের কারাদন্ড ও জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ২০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০২, ২০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টাব্যাপী চালানো হয় এই বিশেষ অভিযান। বিশেষ এই অভিযানে উদ্ধার করা হয় ৪৩ কেজি মা ইলিশ এবং জব্দ করা হয় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানে সদর উপজেলায় ৮ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া গোয়ালন্দ উপজেলায় ২ জন জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল হক জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ। তাই মা ইলিশ রক্ষায় কঠোরভাবে অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইলিশের প্রজনন নিশ্চিত করতে এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি