ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

রাজশাহীতে দুই হাতে ২ পিস্তল নিয়ে গুলি বর্ষণকারী রুবেল গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রাজশাহীতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করা সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 তাকে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লায় আটক করেছে র‍্যাব। 

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এসময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি