ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রাজশাহীতে সন্ধ্যার পর দোকানপাট বন্ধ থাকবে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১১, ২৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:২৩, ২৯ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যার পর দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি। 

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার একটি গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। 

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী জেলায় করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলায় সকল বিপনী বিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান ২৯ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ৮টার পর থেকে বন্ধ থাকবে।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, শুক্রবার জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শুক্রবার রাতেই মাইকিং করে জানানো হয়েছে। 

সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি মনিটরিং করার জন্য টিমও গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি