রানার্স আপ হওয়ায় আইএসইউ ক্রিকেট দলকে সংবর্ধনা
প্রকাশিত : ১৫:৪৩, ২০ মে ২০২৫

১৫তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্স আপ হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। এজন্য তাদের ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ মে) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খেলোয়াড়দের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নগদ অর্থ ও অনুপ্রেরণা স্মারক প্রদান করা হয়।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।
এসময় বক্তারা আইএসইউ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান। তারা বলেন, মেধা, মন, শরীর হলো ভালো শিক্ষার্থী হওয়ার প্রধান উপকরণ। ক্রিকেটারদের অবশ্যই খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অলরাউন্ডার হতে হবে। ভবিষ্যতের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।
এমবি//
আরও পড়ুন