ঢাকা, মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫

‘রাবণ’ হয়ে আসছেন ‘জিৎ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৪, ১৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

লাল চোখে কুটিল হাসি, একদিকের ভ্রু’র মাঝে কাটা দাগ। এক্কেবারে ‘রাবণ’ রুপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিলেন টালিউডের সুপারস্টার ‘জিৎ’। পূজার পর পরই নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন টালিউডের এই অভিনেতা। 

সিনেমার ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করে জানিয়ে দিয়েছেন খুব শিঘ্রই শুরু হবে ‘রাবণ’ সিনেমার শুটিং। 

পোস্টার দেখে বোঝা যায়, রুপক চরিত্রে অভিনয় করবেন জিৎ। এর আগে ‘অসুর’ সিনেমায়ও বর্তমানের প্রেক্ষাপট নিয়ে অভিনয় করেছিলেন তিনি। তাই সবার ধারণা ‘রাবণ’ সিনেমার ক্ষেত্রেও নামটি রূপক হিসেবে ব্যবহৃত হবে।

এদিকে পূজাতেই মুক্তি পেয়েছে জিতের সিনেমা ‘বাজি’। দক্ষিণী সিনেমা ‘নান্নাকু প্রেমাথু’র অফিশিয়াল রিমেক ছিলো সিনেমাটি। এখনও সিনেমা হলে চলছে ‘বাজি’। এর মধ্যেই নতুন সিনেমার ঘোষণা দিলেন জিৎ। 

সিনেমাতে জিতের পাশাপাশি আরও কে কে অভিনয় করবেন সে সম্পর্কে কিছুই বলেননি জিৎ। তবে করোনা কালের সমস্ত সুরক্ষাবিধি মেনেই শুটিং শুরু হবে বলে জানান তিনি।

জিতের নতুন এই লুকের প্রশংসা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এনা সাহার মতো তারকারা। 
সূত্র : সংবাদ প্রতিদিন
এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি