ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

রাবি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)‘দেশরত্ন শেখ হাসিনা হল’ ও ‘শহীদ এএইচএম কামারুজ্জামান হল’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে সোমবার দুপুরে ছাত্রলীগের একটি আনন্দ মিছিল বের করে তারা।   

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।   

রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর ছাত্রদের বিভিন্ন সমস্যা সমাধানে যে, ২৪ দফা দাবি জানিয়ে ছিলাম। তার মধ্যে অন্যতম ছাত্রদের আবাসন সমস্যা সমাধানে নতুন হল নির্মাণ করা।

সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘দেশরত্ন শেখ হাসিনা হল’ এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের নামে ‘শহীদ এএইচএম কামারুজ্জামান হল’ এর ভিত্তি প্রস্তরের মধ্য দিয়ে আমাদের দাবি পূরণ হয়েছে।

এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ সময়, বিশ্ববিদ্যালয় শাখা, বিভিন্ন অনুষদ, বিভাগ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেআই/এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি