ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

রিজার্ভের অর্থ চুরির সাথে জড়িতদের ব্যাপারে অনেকটাই নিশ্চিত ফিলিপাইনের তদন্তকারী কমিটি

প্রকাশিত : ১৫:৩০, ১৮ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩২, ১৮ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সাথে জড়িতদের ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়েছে ফিলিপাইনের তদন্তকারী সিনেট কমিটি। বিশেষ কমিটির কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রিজাল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো। তদন্ত কমিটি বলছে, কোন একক ব্যক্তি নয়, সংঘবদ্ধ চক্র এই অর্থ চুরির সঙ্গে জড়িত। philipineনিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের পর ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় তোলপাড় চলছে দেশ-বিদেশের আর্থিকখাতে। ফিলিপাইনের সিনেট কমিটির তদন্তে বের হয়ে আসছে নতুন নতুন তথ্য। বৃহস্পতিবার ৬ ঘণ্টার শুনানিতে সবার সামনে মুখ খোলেননি অভিযুক্ত আরসিবিসি ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতো। তবে, বিশেষ কমিটিকে জানিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। সিনেট কমিটির সদস্যরা বলছেন, চুরির ঘটনায় শক্তিশালী সিন্ডিকেট জড়িত। তাদের সনাক্তের ব্যাপারে অনেকখানি এগিয়েছে কমিটি। শিগগিরি জড়িতদের বিচারের মুখোমুখি করার কথাও জানান সিনেটের ব্যাংক ও অর্থ বিষয়ক কমিটির চেয়ারপার্সন। এছাড়া, বিশেষ কমিটিকে দেয়া মায়ার বক্তব্য তার অনুমতি নিয়ে দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে, বিনয় নামে একটি ল’ ফার্মের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি করা অর্থের একাংশ হংকংয়ে পাচার হয়েছে বলে জানিয়েছে সিনেট কমিটি। তবে, অভিযোগ প্রত্যাখ্যান করছে সংস্থাটি। অন্যদিকে, মায়া অস্বীকার করলেও আরসিবিসি ব্যাংকের তদন্ত বলছে, অ্যাকাউন্ট খোলা ও অর্থ উত্তোলনে উইলিয়াম গোয়ের সই নকল করা হয়েছিল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি