ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

রুয়েটে ‘ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ কর্মশালা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ’ বিষয়ক জাতীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রুয়েট অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোহবান।

দিনব্যাপী এই কর্মশালাটি বিশবিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিয়ন এর আয়োজনে এবং রুয়েট আইকিউএসি সেল’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়।।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রওশন আলী, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাসুম হাবীব, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওসমান গনি তালুকদার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী।

রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় আইকিউএসি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। এর মূল বক্তব্য উপস্থাপন করেন ইউজিসি’র কোয়ালিটি স্পেশালিস্ট ড. তানজিম আহমেদ।

কর্মশালায়  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, সিনিয়র শিক্ষক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ এবং রাজশাহী বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কেআই/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি