ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

রেজার নতুন গান ‘ভাঙা মন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ১৮ আগস্ট ২০২৫ | আপডেট: ১৬:৫৬, ১৮ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বাউলা বাতাসে'র রেশ না কাটতেই প্রকাশিত হলো রেজা করিমের নতুন গান 'ভাঙা মন'। বরাবরের মতই কণ্ঠ দেওয়ার পাশাপাশি নতুন এই গান লেখা ও তাতে সুরারোপ করেছেন শিল্পী নিজেই।

মিউজিক আর্ট থেকে প্রকাশিত গানটির সংগীতায়োজন করেছেন শিল্পী ও সংগীত পরিচালক শান সায়েক। 

'ভাঙা মন' গানটি তৈরির পেছনে মূল কাজটা করেছেন ঘুড়িখ্যাত জনপ্রিয় শিল্পী লুৎফর হাসান। মূলত তার অনুপ্রেরণাতেই গানটি করা সম্ভব হয়েছে বলে জানান শিল্পী রেজা করিম।

তিনি বলেন, লুৎফর ভাই তাগাদা না দিলে গানটি হয়তো তৈরিই হতো না। এজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ। আর শান সায়েক খুব সাধারণভাবে অসাধারণ শ্রুতিমধুর সংগীত আয়োজন করেছেন যা গানটিকে সমৃদ্ধ করেছে। আশা করছি, গানটি সবার ভাল লাগবে। 

'ভাঙা মন' নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লুৎফর হাসান বলেন,'ভাঙা মন' গানটা আমি গাইতে পারলে আমার ভালো লাগতো। একজন কণ্ঠশিল্পী হিসেবে এই লোভ আমার আজীবন থেকে যাবে। এর কারণ, এই গানের কথা ও সুর। ‘ভাঙা মন’ এক অসাধারণ গান, যা যেকোনো শ্রোতাকে আলোড়িত করবে। আমার বন্ধু শান সায়েকের সঙ্গীত আর রেজা করিমের নিজের লেখা, সুরে তার গায়কী এক অসামান্য সমন্বয়। এই গান ধীরে ধীরে তার নিজস্ব গন্তব্যে পৌঁছে যাক।

ভাঙা মন'র সংগীত পরিচালক শান সায়েক বলেন, চমৎকার কথা ও সুরের গান ভাঙা মন এর গায়কী নিয়ে কি বলব! রেজা করিমের গলা গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। অদ্ভুত সুন্দর মাদকতা নিয়ে তিনি গান গেয়েছেন। গানটির সংগীতায়োজন করতে পেরে খুব ভাল লাগছে।

এএইচ/এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি