ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রোহিঙ্গাদের অবস্থা দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের দুই কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৮, ১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক বিপর্যয় দেখতে আগামীকাল ঢাকা আসছেন জাতিসংঘের দুই কর্মকর্তা। জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারি আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক ৩ দিনের জন্য এ সফরে আসছেন। আজ ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সফরকালে তারা আগামীকাল ২ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং ৩ অক্টোবর জেলা শহরের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২টায় সংবাদ সম্মেলন করবেন।

গত আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রাণ ভয়ে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসেব মতে, এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।  

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি