ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২১:১১, ২৫ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কোনো ব্যক্তি বা খুচরা সিম বিক্রেতা রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শনিবার রাজধানীর বিটিআরসি ভবনে আয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার সঙ্গে এক মতবিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তবে মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের টেলিযোগাযোগ সুবিধা দিতে প্রত্যেক ক্যাম্পে টেলিটকের বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ, গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনা বাহিনীর অভিযানের মুখে সেখান থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৪ লাখ রোহিঙ্গা। বাংলাদেশ সরকার তাদের আশ্রয় দিলেও তাদের গতিবিধিরি ওপর সতর্ক নজর রাখা হচ্ছে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি