ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

রোহিঙ্গাদের জন্য মালেশিয়া সরকারের পাঠানো ত্রাণ বিতরণ শুরু

প্রকাশিত : ১৮:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মিয়ানমার থেকে কক্সবাজারে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের জন্য মালেশিয়া সরকারের পাঠানো ত্রাণ বিতরণ শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১৫০ পরিবারকে ত্রাণ দেয়া হয়। ত্রাণ পেয়ে খুশি হলেও রোহিঙ্গারা নিরাপদে দেশে ফিরতে চান। ত্রাণের প্যাকেট হাতে পেয়ে একটুখানি খুশির আভা চোখে মুখে। প্রাণের ভয়ে বাড়িঘর ছেড়ে চলে আসা রোহিঙ্গাদের হাতে তুলে দেয়া হয় মালয়েশিয়া থেকে আসা ত্রাণ। ২০১৬ সালের ৯ অক্টোবরের পর থেকে কক্সবাজার সীমান্ত এলাকায় আশ্রয় নেয় ৬৫ হাজার রোহিঙ্গা। ভিটেমাটি হারানো অসহায় মানুষগুলো সীমান্ত এলাকায় মানবেতর জীবনযাপন করছে। মঙ্গলবার মালয়েশিয়া থেকে চাল, ডাল, চিনি, তেল ও ওষুধসহ ৩৫ ধরনের পণ্যের এক হাজার ৪৭২ টন ত্রাণসামগ্রী চট্টগ্রামে পৌঁছায়। বুধবার সকাল থেকে উখিয়া ও টেকনাফে শুরু করা হয় ত্রাণ বিতরণ। ত্রাণ পেয়ে খুশি হলেও  নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করার  দাবি রোহিঙ্গাদের । পর্যায়ক্রমে টেকনাফে ৫ হাজার ৫শ’ ও উখিয়ায় ৯ হাজার ৫শ’ পরিবারকে এই ত্রাণ  দেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি