ঢাকা, সোমবার   ২৯ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গাদের ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে  সাময়িক আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ মুদ্রার সহায়তা দিয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাঈদা শিনিচি এবং আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এই সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। 

 বিজ্ঞপ্তিতে  বলা হয়, কক্সবাজার জেলা এবং ভাসানচরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায় এই প্রকল্প থেকে সহায়তা পাবে। এই প্রকল্পের আওতায় সুরক্ষা, আশ্রয়, খাদ্যবহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের জন্য জীবিকা নির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সুরক্ষা পরিষেবা দেওয়া হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই কর্মসূচির আওতায় পরিবারগুলো ই-ভাউচার ব্যবহার করে ক্যাম্পের নির্ধারিত স্টোরগুলো থেকে চাল, ডাল এবং তাজা শাকসবজিসহ বিভিন্ন ধরনের খাবার কিনতে পারবে। 

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এই অনুদানের গুরুত্ব তুলে ধরে বলেন, "রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেওয়ার জন্য জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পাশে রয়েছে।"  

তিনি রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ  বলেন, "জাপান ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং দীর্ঘমেয়াদি সমাধানে অবদান রাখতে ডব্লিউএফপি ও সমস্ত অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি