ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, কোভিড হাসপাতাল ভস্মীভূত 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:২০, ২ জানুয়ারি ২০২২ | আপডেট: ২২:২৭, ২ জানুয়ারি ২০২২

কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প-২০

কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প-২০

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ধিত অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইওএম পরিচালিত একশ' শয্যার কোভিড হাসপাতালসহ অন্তত ২০টি রোহিঙ্গার ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে।

রোববার (২ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়েনর অধিনায়ক এসপি নাইমুল হক জানান, ২০নং ক্যাম্পের বর্ধিত অংশে অবস্থিত করোনা হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন ১২ জন রোগী ৪ জন কর্মচারীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কেউই আহত হয়নি।  

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অগ্নিকাণ্ডে করোনা হাসপাতাল পুড়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে উখিয়া ফায়ার সার্ভিস পরে কক্সবাজার স্টেশন থেকে ২টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ জানাননি তিনি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি