ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

লক্ষ্মীপুরের ধর্ষণের অভিযোগকারিনীকে পেটালেন এক ইউপি চেয়ারম্যান

প্রকাশিত : ১২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের ধর্ষণের অভিযোগকারিনীকে পেটালেন এক ইউপি চেয়ারম্যান। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।  গ্রেফতার করা হয়েছে একজনকে। স্থানীয়রা জানায়, কমলনগরের মধ্যম চরমার্টিন গ্রামের আবদুল হাই কালু তার শ্যালিকাকে চট্টগ্রামে নিয়ে ধর্ষন করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাদেরকে বাড়ী নিয়ে আসে। পরে গ্রাম্য শালিশে ইউপি চেয়ারম্যান ইউসুফ আলী মিয়া ও গ্রাম পুলিশ তাদের পেটান। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে ইউপি চেয়ারম্যানসহ দুজনের বিরুদ্ধে গেলোরাতে মামলা করে পুলিশ। এর আগে নারী নির্য়াতন মামলায় অভিযুক্ত আবদুল হাই কালুকে গ্রেফতার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি