ঢাকা, রবিবার   ১৬ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:১৫, ১৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে আবুল কালাম জহির ওরফে মাটি জহির  নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) রাত সড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মোস্তফার দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

সড়কের ওপর তার মরদেহের পাশে গুলির খোসা দেখা গেছে। 

হত্যাকারীরা ধারালো অস্ত্রের সাহায্যে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মনছুর আহমেদের ছেলে। 

এদিকে পুলিশ বলছে, জহির নিজেও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। আভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, জহির বাড়ি যারার পথে দুর্বৃত্তরা তার উপর আক্রমণ করে। তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আঘাত করা হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজিম নোমান বলেন, আবুল কালাম জহির ওরপে মাটি জহির নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে নিজেও সন্ত্রাসী ও মাদক কারবারি ছিলেন। স্থানীয় আরেক সন্ত্রাসী পিচ্চি কাউসারের সাথে তার অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। কয়েকদিন আগে একটি খেলাকে কেন্দ্র করে তার সাথে বিরোধ দেখা দেয়। 

কাউসারের বাহিনী এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি