ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ট্রলির চাপায় সাফিয়া খাতুন (৩২) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রায়পুর থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নারীর নিহতের বিচারের দাবিতে স্বজনরা রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে প্রতিবাদ করায় সাময়িক যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান।

নিহত সাফিয়া খাতুন ২নং হামছাদি ইউনিয়নের মিঝি বাড়ীর আবুল হাশেমের স্ত্রী বলে জানা গেছে। সে রাখালিয়ায় বেঙ্গল স্যু ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাখালিয়া বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রলি পেছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাফিয়া খাতুন মারা যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রলি এবং ড্রাইভারকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি