শক্তি সঞ্চয় করছে গভীর নিম্মচাপ
প্রকাশিত : ১৮:২৮, ২৫ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:২৮, ২৫ অক্টোবর ২০১৬
শক্তি সঞ্চয় করছে পূর্ব -মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্মচাপটি। এরই মধ্যে ঘুর্নিঝড় ’কায়ান্ট’ এ রূপ নেয় এটি।
এটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভুত হয়ে একই এলাকায় অবস্থান নিয়েছে। আরও ঘণীভূত হয়ে পরে তা উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় কায়ান্ট’ এর কারনে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর দুরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজারে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন