ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

এসএসসি ও সমমানের পরীক্ষা

শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১০০৯টি

প্রকাশিত : ১২:৫৩, ৬ মে ২০১৯ | আপডেট: ১২:৫৫, ৬ মে ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এবার শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩টি, যা গত বছর ছিলো এক হাজার ৫৭৪টি। সে হিসেবে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এক হাজার ৯টি।

এবার ঢাকায় ১৪৬, রাজশাহীতে ৪৩১, কুমিল্লায় ১৩২, যশোরে ২৭৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ৫০, সিলেটে ২২, দিনাজপুরে ১৩৮, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬৩ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৯৬ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনও শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

প্রসঙ্গত, এবার ৩ হাজার ৪৮২টি কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৬৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদরাসা বোর্ডে দাখিলে পাসের হার ৮৩ দশমিক ০৩ ও কারিগরি বোর্ডে ৭২ দশমিক ২৩ শতাংশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি