ঢাকা, সোমবার   ১৭ নভেম্বর ২০২৫

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা,১৭ ডিসেম্বর নির্বাচন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ১৬ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ২০ নভেম্বর। ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২২ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। 

মনোনয়ন ফরম বিতরণ শুরু ২৪ নভেম্বর, মনোনয়ন জমা ২৫ নভেম্বর থেকে; জমাদানের শেষ তারিখ ২৬ নভেম্বর। 

মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ নভেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৮ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৩০ নভেম্বর। 

প্রার্থিতা আপিল ও নিষ্পত্তি হবে ১ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, নির্বাচনের ভোট গণনা ওএমআর পদ্ধতিতে হবে এবং এলইডির মাধ্যমে ভোট গণনা প্রদর্শন করা হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি