ঢাকা, বুধবার   ০৮ অক্টোবর ২০২৫

শাপলা ব্যতীত অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়:এনসিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ৭ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

প্রতীক বাছাই করতে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠির জবাবে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক পছন্দ করা সম্ভব নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (০৭ অক্টেবর) ইমেইলের মাধ্যমে ইসির পাঠানো সেই চিঠির জবাবে একথা বলে এনসিপি।

জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এনসিপি মনে করে গণমানুষের সাথে শাপলা প্রতীক কেন্দ্রীক তার গভীর সংযোগ সম্পর্ক স্থাপিত হয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্খী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশের মানুষের ভালোবাসাকে উপেক্ষা করার শক্তি এনসিপির নাই; ফলশ্রুতিতে শাপলা ব্যতীত নির্বাচন কমিশনের পরিপ্রেরিত ৩০ সেপ্টেম্বরের চিঠির প্রেক্ষিতে বেঁধে দেওয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য সম্ভবপর নয়।

শাপলা প্রতীক দেওয়ার পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরে চিঠিতে বলা হয়, শাপলা পেতে এনসিপি প্রেরিত ৩ আগস্ট এবং ২৪ সেপ্টেম্বরের দরখাস্তের বিষয়ে নির্বাচন কমিশন অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অর্থাৎ ওই দরখাস্ত দু’টি অনিষ্পন্ন অবস্থায় রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে এনসিপি বরাবর ৩০ সেপ্টেম্বর চিঠি প্রেরণ করা বিধিসম্মত হয়নি বলে মনে করে এনসিপি।

চিঠিতে আরও বলা হয়, এনসিপি মনে করছে শাপলাকে প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত না করে শাপলা বরাদ্দ না দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোনো আইনি ভিত্তি দ্বারা গঠিত নয়। বরং এনসিপির প্রতি বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।নির্বাচন কমিশনের এরূপ বৈরী আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের সদিচ্ছা ও সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

নির্বাচন কমিশন এনসিপির জন্য শাপলা প্রতীক বরাদ্দ করবে আশা প্রকাশ করে চিঠিতে বলা হয়, সার্বিক বিবেচনায় এনসিপি আশা করে, নির্বাচন কমিশন ২০০৮ সালের নির্বাচন পরিচালনা বিধিমালার বিধি ৯(১) সংশোধনক্রমে জাতীয় নাগরিক পার্টির অনুকূলে ১. শাপলা, ২. সাদা শাপলা, এবং ৩. লাল শাপলা থেকে যেকোন একটি প্রতীক বরাদ্দ করবে।

চিঠিতে এনসিপির শাপলা প্রতীক পেতে বাধা নেই, আইনজীবীদের এমন বক্তব্যের কথা তুলে ধরে বলা হয়, ইতোপূর্বে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ সারা দেশের ১০১ জন বিজ্ঞ আইনজীবী শাপলাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে কোনো আইনি বাধা নেই বলে বিবৃতি দিয়েছেন। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি