ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শার্শায় গাছ থেকে পড়ে দিনমজুর নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ১৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:৪৮, ১৫ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় আম গাছে স্প্রে করতে গিয়ে গাছ থেকে পড়ে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম জমিরুদ্দিন (৪০)।

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে তিনি মারা যান। গত ১১ জানুয়ারি সকালে উপজেলা চালিতাবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন ওই গ্রামের লালু সরদারের ছেলে।

নিহতের ভাই আছির উদ্দিন জানান, গত ১১ জানুয়ারি সকালে একই এলাকার রেজাউলের আম গাছে স্প্রে করতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত জমির উদ্দিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সার্জারি বিভাগের ইন্টার্ন চিকিৎসক জাফর রাতে মৃত ঘোষণা করেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি