ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শার্শায় পাবলিক লাইব্রেরীর উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৯, ১৮ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) বিকালে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান এই লাইব্রেরীর উদ্বোধন করেন।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সার্বিক তত্ত্বাবধায়নে চলবে লাইব্রেরীটি। প্রকল্পটি বাস্তবায়ন করেছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। 

আজ বিকেলে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন শেষে ভিতরে ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা  ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন ভুঁইয়া, শার্শা উপজেলা প্রকৌশলী এস এম মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, আইসিটি অফিসার আহসান হাবিব ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি