ঢাকা, শনিবার   ১৫ নভেম্বর ২০২৫

শাহজাদপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৬, ১৫ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের শাহজাদপুরে এমদাদুল হক (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার গাড়দহ ইউনিয়নের তালগাছি কবরস্থানের পুর্বপাশের একটি ক্ষেতের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পরিবারের পক্ষ হতে দাবি করা হচ্ছে তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে। 

নিহত এমদাদুল হক চৌহালী উপজেলার উমারপুর এলাকার আয়নাল হকের ছেলে। সম্প্রতি তিনি গাড়দহ ইউনিয়নের মাকড়া গ্রামে এসে বসতবাড়ি করেছেন।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, ২/৩ দিন আগে এমদাদুল হক বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, স্বজনরা জানিয়েছেন এমদাদুল হক স্থানীয় কয়েকজনের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়েছিল। সেই টাকা পরিশোধ করতে না পারায় অতিরিক্ত সুদ হয়েছিল এবং পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছিল।  মৃত্যুর আগে সে শরীরের হাঁটুতে কলম দিয়ে মৃত্যুর জন্য ৩ জনকে দায়ী করে তাদের নাম লিখে রেখেছিলেন। সবদিক বিচেনায় নিয়ে ঘটনার তদন্ত করছি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি