ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শাহবাগে কোটা আন্দোলনকারীদের পিটিয়ে পুলিশে দিল ছাত্রলীগ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কোটা আন্দোলন নেতা রাশেদ খানকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী‌দের পিটিয়ে বেশ কয়েকজনকে পু‌লি‌শের হা‌তে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ রোববার বিকেল ৪টার পর থেকে ৫টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের কমপক্ষে ৫/৬ জনকে ধরে থানায় সোপর্দ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।      

কোটা সংস্কার আন্দোলনের ফেসবুক পেজে আন্দোলনকারীরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ ছাত্রলীগের। এজন্য শাহবাগে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণদের মোবাইল ফোন চেক করে ফেসবুকে সন্দেহজনক কিছু পেলেই মারধর করে তাদের থানায় নেয়া হচ্ছে।  

এবিষয়ে শাহবাগে অবস্থানরত ছাত্রলীগ নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কেন তাদের মারধর করা হচ্ছে জানতে চাইলে হামলকারীরা বলেন, এরা শিবির, এরা ফেসবুকে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমরা সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করছি। তবে তারা কেউ নিজের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজন বলেন, বেশ কয়েকজনকে থানায় আনা হয়েছে। কী কারণে তা আমি বলতে পারছি না, ওসি স্যার থানায় নেই।  

মোবাইল ফোনে শাহবাগ থানার ওসির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে থানার মূল ফটক বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি গণমাধ্যমকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ গ্রেফতার হওয়ার পর থেকেই গ্রুপটির ফেসবুক পেজ থেকে ‘আমরা শাহবাগে জড়ো হচ্ছি, শাহবাগ আমাদের দখলে, সবাই রুখে দাড়ান  এই ধরনের একের পর এক পোস্ট দেয়া হয়। অথচ শাহবাগে তাদের কাউকেই সম্মিলিতভাবে অবস্থান নিতে দেখা যায়নি।     

টিআর/এসি  

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি