শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি ময়মনসিংহে
প্রকাশিত : ১১:৩৯, ৯ নভেম্বর ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের তিন দফা দাবিসহ ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণার কোন প্রভাব পড়েনি ময়মনসিংহে।
রোববার (০৯ নভেম্বর) সকাল থেকে প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষকরা। ক্লাসে এসেছে শিক্ষার্থীরা।
শিক্ষকরা বলছেন, বার্ষিক পরীক্ষার আগে কর্মবিরতি করলে শিক্ষার্থী ধরে রাখা যাবে না বলেই তারা শ্রেণীকক্ষে পাঠদান করতে বাধ্য হচ্ছেন।
এদিকে, গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ কর্মবিরতির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।’
এএইচ
আরও পড়ুন










