ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ প্রক্টরের পদত্যাগ দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৭:২০, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কোটা সংস্কার চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গত শনিবার ও সোমবার নৃশংস হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থী’দের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে তারা প্রশাসনের প্রতি এ দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের উচিত তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। যে প্রক্টর ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেই প্রসাশন না থাকাই ভাল। হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করুন নন পদত্যাগ করুন।

 শিক্ষার্থীরা বলেন, প্রক্টর বলেছেন, কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেবে। অথচ এদিকে গতকালকে হামলায় অনেকেই গুরুত্বর আহত হয়েছেন। কাউকে গুম করা হয়েছে। কারা অভিযোগ করবে। এগুলো প্রশাসন দেখে না?

মানববন্ধনে শিক্ষার্থীরা ছাত্রলীগের বিরুদ্ধে ‘ক্যাম্পাসে নিরাপত্তা দে নইলে পদ ছেড়ে দে’, ‘ছাত্রলীগের সন্ত্রাস থেকে শিক্ষা বাচাঁও,’ ‘আন্দোলনে ছাত্রলীগের হামলার বিচার চাই’, ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন ব্যবহান করেন।

পরে নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন শেষ করে শিক্ষার্থীরা দুপুর পৌনে ১টার দিকে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর রুমের সামনে অবস্থান নেন। এ সময় নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকার পর রুম থেকে বের হয়ে আসেন তিনি।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, গত ২৩ জানুয়ারি ছাত্রদের হামলায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা খুঁজে চিহ্নিত করেন বিশ্ববিদ্যালয়ে কারা হুমকিস্বরূপ, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব।

পরে তিনি চলে গেলে ‘শিক্ষার্থীদের উপর হামলার কথা না জানা প্রক্টর চাই না, চাই না’ এমন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

 টিআর/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি