ঢাকা, মঙ্গলবার   ৩০ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষা উপদেষ্টার সাথে পুসাব নেতাদের বৈঠক অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৯ সেপ্টেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতে সংস্কারের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারে সাথে বৈঠক করেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পুসাব নেতারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনার দিক তুলে ধরেন। 

আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের সমস্যা,উচ্চশিক্ষায় উন্নয়ন,সরকারের সহযোগিতা এবং একটি সংস্কার কমিশন গঠনের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়।

পুসাবের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া,স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান অনি,সাকিব চৌধুরীসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৫ দফা সংস্কার প্রস্তাবনা সম্বলিত “বেসরকারি বিশ্ববিদ্যালয় মুক্তি সনদ” শিক্ষা উপদেষ্টার হাতে হস্তান্তর করা হয়। প্রস্তাবনায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়গুলো গুরুত্ব পায়।

পুসাব নেতারা মনে করেন,সরকারের কার্যকর সহযোগিতা ও একটি সংস্কার কমিশন গঠন করা হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও শিক্ষার্থীবান্ধব হয়ে উঠবে এবং মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সক্ষম হবে।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি