ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শিল্পকলা একাডেমিতে চলছে পরিচালক রওশন আরা নিপা পরিচালিত চলচ্চিত্রের একক প্রদর্শনী

প্রকাশিত : ২৩:৪৫, ১৪ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৫০, ১৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় চলছে পরিচালক রওশন আরা নিপা পরিচালিত চলচ্চিত্রের একক প্রদর্শনী। ৩দিন ব্যাপী এই আয়োজনে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধে বীরঙ্গনাদের জীবনচিত্র নিয়ে তৈরী জননী এবং ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত মহুয়া সুন্দরী ছবি দুটির প্রদর্শনী চলছে। cultureমুক্তিযুদ্ধে নারীর বিশেষ অবদান নিয়ে নির্মিত চলচ্চিত্র জননী। এই চলচ্চিত্রের মধ্যদিয়ে ৭১এর বীরাঙ্গনাদের আত্মত্যাগ ও সাহসিকতার গল্পই তুলে ধরেছেন নির্মাতা। এদিকে একই মিলনাতনে প্রদর্শিত হয় বাণিজ্যিকভাবে সফল হওয়া তার আরেকটি চলচ্চিত্র মহুয়া সুন্দরী। এই ছবিতে পরিচালক ময়মনসিংহ গীতিকা মহুয়া সুন্দরী পালাগানের আধুনিক রূপ দিয়েছেন। সোমবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি