ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শীতার্তদের পাশে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি 

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০০, ১৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

শীতার্তদের পাশে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে  বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক  মো. জাহাঙ্গীর হোসেন। 

তিনি বলেন, শীতার্তদের পাশাপাশি করোনা টিকা স্বাস্থ্যবিধি মেনে চলছে সাধারণ মানুষকে সচেতন করে গড়ে তোলার কাজটিও করতে হবে। সুনামগঞ্জে শিক্ষার্থীদের করোনা সংক্রমণ রোধে টিকাদান কার্ডক্রম শুরু হয়েছে। 

বুধবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা করলে সমাজ দেশ রাষ্ট্র জাতি সামনে এগিয়ে যায়। এই জেলায় সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে জেলার মানুষ সুফল ভোগ করবেন।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্র শেখর ভদ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম। এছাড়াও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি