ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

শুধুমাত্র নিবন্ধন রক্ষার জন্য দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নাকচ

প্রকাশিত : ১৪:৪১, ৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:৪১, ৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

শুধুমাত্র নিবন্ধন রক্ষার জন্য দলীয় সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন সিনিয়র নেতারা। নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা পেলেই কেবল অংশ নেয়ার কথাও জানিয়েছেন তারা। আর ষড়যন্ত্র করে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হলেও নেতৃত্বের প্রশ্নে দলে সংকট তৈরী হবে না বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ীমী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যেও পর থেকেই রাজনীতির ময়দানে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। আলোচনায় উঠে এসেছে নির্বাচনে বেগম জিয়ার অংশগ্রহন প্রসঙ্গ। প্রশ্ন উঠেছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা আর জিয়া চ্যারিট্যাবেল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার সাজা হচ্ছে কিনা? আর কারাদন্ড হলে তিনি কি নির্বাচনে অংশ নিতে পারবেন? তবে বিএনপির সিনিয়র নেতারা মনে করেন, বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখার কৌশল আন্দোলনে মাঠে টিকবে না। আর দলের নিবন্ধন বাতিলের হুমকিও কাজে আসবে না। বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিতে নেতৃত্বের শূণ্যতা সৃষ্টি হবে না বলেও মনে করেন তারা। একতরফা নির্বাচন দিয়ে পরপর তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করলে জনগনই তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি