শুভ জন্মদিন অভিনেতা জাহিদ হাসান
প্রকাশিত : ০৮:৩৫, ৪ অক্টোবর ২০২৫

আজ ৪ অক্টোবর অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে তাঁর জন্ম সিরাজগঞ্জে। তিনি ১৯৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করে যাচ্ছেন।
অভিনয় জীবনের প্রথম থেকেই তিনি ভিন্নধর্মী নাটক ও চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।
নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত “শ্রাবণ মেঘের দিন”, মোস্তফা সরয়ার ফারুকীর “মেড ইন বাংলাদেশ” এবং মোস্তফা কামাল রাজের “প্রজাপতি” তাঁর অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।
এই গুণী অভিনেতার স্কুলজীবনেই শুরু অভিনয়ের চর্চা। মঞ্চনাটক দিয়ে প্রথম টিভি পর্দায় আগমন ১৯৮৪ সালে। বড় পর্দায় তাঁর অভিষেক ১৯৮৬ সালে ‘বলবান’ ছবিতে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন জাহিদ হাসান।
বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক-ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এ বছর কোরবানির ঈদে ‘উৎসব’ ছবি দিয়ে দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও খ্যাতি পেয়েছেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে “লাল নীল বেগুনী” এবং “টোটো কোম্পানি”। তাঁর পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিকসমূহ হল “ঘুঘুর বাসা”, “চোর কুটুরি”, “একা” ও “ছন্নছাড়া”। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলিছবিসমূহ হল “রুমঝুম”, “বোকা মানুষ”, “ব্যবধান”, “স্বপ্নের গ্রহ”, “অপু দ্য গ্রেট”, “প্রাইভেট ডিটেকটিভ” ও “বাউন্ডুলে এক্সপ্রেস”।
ব্যক্তগত জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে বসবাস করেন।
তাঁর 'পুস্পিতা প্রডাকশন লিমিটেড' নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।
এএইচ