ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১০ নভেম্বর ২০২৪ | আপডেট: ১০:৩৬, ১০ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী চক্রের ১০ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলাবাহিনী। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আলামত। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করা হয়। 

এ সময় বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উস্কানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি তালেবুর রহমান।

এর আগে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে দলের নেতা-কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও প্ল্যাকার্ড ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশনা দেন। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন শেখ হাসিনা।

পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে আজ দুপুরে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। কর্মসূচির অংশ হিসেবে গতরাত থেকেই জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি