ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

শেখ হা‌সিনাই আমাদের বড় শ‌ক্তি: কাদের

প্রকাশিত : ১৭:২৩, ২২ জুন ২০১৯ | আপডেট: ১৭:৪৪, ২২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সব চেয়ে বড় শক্তি হলো শেখ হাসিনার মতো সৎ একজন নেত্রী।’

শ‌নিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘৭০ বছ‌রে আমা‌দের বড় অর্জন স্বাধীনতা ও মু‌ক্তি। দেশের মানুষের মু‌ক্তির জন্য বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। ১৫ আগস্ট তাকে হত্যা করার পর বাঙালি জা‌তির মু‌ক্তির আন্দোলন অনেকটা পিছিয়ে পড়ে। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর আওয়ামী লী‌গের পথ চলায় নতুন মাত্রা যোগ ক‌রে। শেখ হা‌সিনা নির্বাচ‌নেও সফল, আন্দোল‌নেও সফল।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘এ দেশ বি‌দেশিদের চো‌খে এক সময় গ‌লিত লাশ, তলাবিহীন ঝু‌ড়ি ছিল। সে দেশকে এখন কোথায় নি‌য়ে গে‌ছেন শেখ হা‌সিনা? বাংলা‌দেশ আজ সারা দু‌নিয়ায় প্রশংসার দা‌বিদার।’

সংবাদ সম্মেলনে কাদের জানিয়েছেন, দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্র‌তিকৃ‌তিতে শ্রদ্ধা নিবেদন, বেলুন ও শা‌ন্তির প্রতীক পায়রা উড়িয়ে মাসব্যাপী কর্মসূ‌চির উ‌দ্বোধন করা হবে।

সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হা‌নিফ, জাহাঙ্গীর ক‌বির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন না‌ছিম, খা‌লিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল প্রমুখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি