ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শেরপুরে খুনের মামলার সালিসে আরেক খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শেরপুরে আট বছর আগের একটি হত্যা মামলার সালিসি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মিস্টার আলী (৩২)। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামে খুনের এ ঘটনা ঘটে।

নিহত মিস্টার আলী টাকিমারী গ্রামের মৃত শিকু মিয়ার ছেলে। শনিবার নিহতের লাশে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আট বছর আগের কুদ্দুস হত্যা মামলার আপস-রফার জন্য শুক্রবার সন্ধ্যায় বাদী ও আসামিপক্ষদের নিয়ে স্থানীয় মাতবররা সালিসি বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাদীপক্ষের লোকজন মিস্টারের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওতি জানান, এ ঘটনায় নিহত মিস্টারের মা হরবালা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি