ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

শেরে বাংলায় পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত : ১৬:০০, ১৪ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। রোববার (১৪ এপ্রিল) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একাডেমিক ভবন থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হয় বাংলা নববর্ষকে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্নস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে নববর্ষ উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। পুরো ক্যাম্পাস ভরে গেছে নতুন অতিথিদের আগমনে। চারিদিকে দেখা যায়, নতুন নতুন বৈশাখী কাপড় পরে ঘুরাঘুরি করছে তরুণ-তরুণী।

সাংস্কৃতিক সংগঠনগুলো রম্য বির্তক, কোরিওগ্রাফি, নাটিকা ও নাচগানের মাধ্যমে দেশীয় ঐতিহ্য তুলে ধরেছে। শিল্পীরা পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে বিভিন্ন প্রকার গান পরিবেশন করেন। মেলায় অন্যতম আকর্ষণ ছিল নৌকা বাইচ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর সাজানো স্টল বাঙালি ঐতিহ্যের নানা চিত্র তুলে ধরে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি