ঢাকা, রবিবার   ১৭ আগস্ট ২০২৫

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ফারুকী হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ১৬ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে জরুরি ঢাকায় পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইমরান হোসাইন সজীব। 

তিনি বলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা গত ১৫ আগস্ট ৫ দিনের সফরে কক্সবাজার আসেন। ১৯ আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল। এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল কক্সবাজারে। কিন্তু আজ শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন চিকিৎসকরা। বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তারপরও উন্নত চিকিৎসার জন্য উপদেষ্টার পরামর্শক্রমে সফর সূচি সংক্ষিপ্ত করে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি