ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের হাতে শিক্ষক লাঞ্ছিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

 

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। গত বুধবার বিকেল ৪টায় ছুটির পর স্কুল থেকে বের হলে ছাত্র-ছাত্রীদের সামনে হামলার শিকার হন সহকারী শিক্ষক সজল মজুমদার।

হামলার শিকার শিক্ষক সজল মজুমদার বলেন ‘কিছু ছেলে রাতে স্কুলের অফিস রুম খুলে আড্ডা দেয়, এ বিষয়ে স্কুলের শিক্ষক মিটিংয়ে কথা বলাতে স্কুলের দপ্তরি মোহাম্মদ রকি আমার সাথে তর্কে লিপ্ত হয়। পরদিন আমি স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে দপ্তরি রকির ভাই রবিন, পাবেল, শাকিল সহ ১৪-১৫ জন ছেলে “তুই বেশি বাড়ি গেছোস, তোর সমস্যা কী” এসব বলে আমাকে শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সামনে মারধর শুরু করে। ওই সময় স্কুলের ছাত্রছাত্রীরা জড়ো হলে তাঁরা শিক্ষার্থীদের গালাগাল করতে থাকে।’

এই বিষয়ে সন্তোষপুর স্কুলের প্রধান শিক্ষক সেলিম আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী শনিবার স্থানীয় এলাকার চেয়ারম্যানসহ বসে এটার সমাধান করা হবে।’ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি