ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে নেতা-কর্মীদের উপচেপড়া ভীড়

প্রকাশিত : ১৪:৫৩, ২২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৪:৫৩, ২২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বার গুলোতে ছিল নেতা-কর্মীদের উপচেপড়া ভীড়। তৃণমূলের এই নেতা-কর্মীদের চাওয়া, প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের উদ্যোমের সমন্বয়ে ঢেলে সাজানো হোক দল। আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বার গুলোতে নেতা-কর্মীদের এমন ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত এসেছেন এসব নেতা-কর্মী। চোখে মুখে উচ্ছ্বাসের পাশাপাশি নবীণ-প্রবীণের সমন্বয়ে দেশ গড়ার প্রত্যয় তাদের কণ্ঠে। সম্মেলনে যোগ দিয়েছেন প্রবাসী বাঙ্গালীরাও। এদিকে, সম্মেলনে আসা ব্যক্তিদের খাবার পানিসহ বিভিন্ন সেবা দিচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। তবে, দীর্ঘপথ পাড়ি দিয়ে সম্মেলন স্থলে এসেও কার্ড না পাওয়ায় হতাশ অনেকে। তবে, ব্যাপক জনসমাগমের সুযোগে কেউ যাতে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি