ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাংসদ বদির ৩বছরের কারাদন্ড, ১০ লাক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ১৯:০৭, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৩, ২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সম্পদের তথ্য গোপনের দায়ে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার এই রায় ঘোষণা করেন। কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগদলীয় এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ গোপন করার অভিযোগ আনা হয়। এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যের সম্পদ ক্রয় দেখিয়ে বেশি মূল্যে বিক্রি দেখানোর  ২ অভিযোগে মামলা করে দুদক। চার্জশিটের ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের জন্য দিন নির্ধারন করে দেন আদালত। রায়ে বদিকে ৩ বছরের সাজা দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালত। ২০১৪ সালের ২১ আগস্ট কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-পরিচালক আবদুস সোবহান। গত বছর ৭ মে অভিযোগপত্র দেয় দুদক। পরে ৮ মে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। বদি এ মামলায় গত বছরের ১২ অক্টোবর মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি