সাংসদ হান্নান ও তার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল
প্রকাশিত : ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০১৬
জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি ঘটনায় অভিযোগ গঠন করা হবে কি সে বিষয়ে জানা যাবে ১১ ডিসেম্বর।
প্রসিকিউশনের দাখিল করা অভিযোগপত্রের শুনানি শেষ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন বিচারপতি এ দিন নির্ধারণ করেন। তাদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে চারটি হত্যা ও গণহত্যার এবং বাকি দুটি অভিযোগ আটক ও নির্যাতনের ঘটনায়। এই মামলায় ময়মনসিংহ-৭ আসনের সাংসদ হান্নান ছাড়া আরও চার আসামি কারাগারে আছেন, এছাড়া পলাতক রয়েছে তিনজন। ২০১৫ সালে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। পরে ময়মনসিংহ আমলি আদালত থেকে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
আরও পড়ুন